জাগ্রত প্রতাদিন ডেস্কঃ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ পর্যন্ত বিজয়ের হাসি সবটাই ভারতীয়দের মুখে। কেননা শুরুতেই চার উইকেট হারিয়ে দলটি শেষ পর্যন্ত জয় পেয়েছে ৪ উইকেটে। শেষ ওভারে ম্যাচ জয়ের সমান সুযোগ পাকিস্তানের থাকলেও বোলিং ব্যর্থতায় তা পারেনি পাকিস্তান। অবশ্য দলটির অধিনায়ক নিজ বোলারদের কোন দোষ দিচ্ছেন না। প্রতিপক্ষের ম্যাচ জয়ে কৃতিত্ব দিচ্ছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে।৩১ রানে চার উইকেট হারানোর পর কোহলি-হার্দিকের জুটি থেকে আসে ১১৩ রান। এই দুই ব্যাটার প্রসঙ্গে বাবর বলেন, আমাদের বোলাররা সত্যিই ভালো বোলিং করেছে। সব কৃতিত্ব কোহলি ও পান্ডিয়ার। নতুন বলে এটা সহজ ছিল না।বাবর যোগ করেন, আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকার চেষ্টা করেছি। তবে কৃতিত্ব বিরাট কোহলিকে। মাঝখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটি উইকেট চাই এবং স্পিনারকে ধরে রাখি। আমাদের অনেক ইতিবাচক দিক ছিল। ইফতেখার যেভাবে খেলেছে আর শান যেভাবে খেলেছে।